মোহরা এতিম খানাকে ২০ হাজার টাকার অনুদান সানাউল্লাহ ফাউন্ডেশনের

মোহরা এতিম খানাকে ২০ হাজার টাকার অনুদান সানাউল্লাহ ফাউন্ডেশনের

নাছির উদ্দিন
সাতকানিয়া প্রতিনিধিঃ
সানাউল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান  আলহাজ্ব মোরশেদ তালুকদার চট্টগ্রাম কালুরঘাট মোহরা এতিমখানায় গত
০৯/১২/২০১৯ অনুদানের ২০ বিশ হাজার টাকার চেক  প্রধান করেন সাতকানিয়া থানার পূর্ব নলুয়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী তরুন সমাজ সেবক সানাউল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও এ এম এন্টারপ্রাইজ এর ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব মোঃ মোরশেদ তালুকদার গত ০৫/১২/২০১৯ মাদ্রাসার ও এতিম খানার প্রধান মৌলানা নিয়াজ অহামেদ এর হাতে। এই সময় মোরশেদ তালুকদার আরো বলেন আপনাদের মাদ্রাসার যখন  যা লাগবে  আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি আমার সাদ্যমত সাহায্য সহযোগিতা করতে চেষ্টা করব। এতে আর ও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মোঃ শওকত আলী, মোঃ তারেক, মোঃ আলি আজগর, মোঃ সেলিম, উপদেষ্টা আলহাজ্ব আলী আব্বাস, সিরাজ সিকদার ছিলেন প্রমুখ।