আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম হতেঃ
সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ৫ম বর্ষপূতি ও ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলনমেলা -১৯ প্রধান পৃষ্ঠপোষক ড.ফয়সাল কামালের সভাপতিত্বে এবং সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয় ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন কুতুবী যৌথ সঞ্চালনায় দিনব্যাপী ২টি পর্বের মাধ্যমে বুধবার জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। ১ম পর্ব সকাল ৯টায় র্যালী যাত্রার মাধ্যমে শুর“ হয়, ১০টায় বাচ্চাদের নিয়ে চিত্রাংকণ, নৃত্য, গান, ছড়া, স্বপ্রকাশ ইত্যাদি, ১১টায় ফ্রী রক্তগ্রুপ নির্ণয় ও দন্ত চিকিৎসা এবং ইতিহাস ও ঐইত্যিবাহী ইতিহাস ও বিষয়াদি নিয়ে প্রদর্শনী। উক্ত পর্বে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দীন ইচ্ছার প্রতিফলন প্রকাশনার মোড়োক উন্মোচন করেন, প্রধানবক্তা উপজেলা চেয়ারম্যান আহসানুল হায়দার বাবুল, উদ্ভোদ্বক ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহা-ই-জাহান, ফারুক খালেক চৌধুরী প্রমুখ। সুবিধা বঞ্চিত্তদের সাথে আহার গ্রহণের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘটে এবং ৩টায় ২য় পর্ব আলোচনা সভা ও গুনীজন সহ বিশেষ কাজের সংবর্ধণা অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ সকলকে নিয়ে কেক কাটেন, প্রধান বক্তা ছিলেন ইয়াসিন চৌধুরী সিআইপি, উদ্ভোদক বিশিষ্ট ব্যবসায়ী এম এ সালাম, বিশেষ বক্তা কাউন্সিলর আবিদা আজাদ, আ.ফ.ম মোদাচ্ছের আলী, এডভোকেট দ্বীর্ঘতম বড়‚য়া দীঘু, হোটেল জামানের পরিচালক বকতিয়ার হোসাইন, ছাত্রনেতা ইসমাইল হোসেন শুভ, হ্যালো চিটাগাং এর রিয়াদ খান, চট্টগ্রাম ইউটিউব কমিউনিটির টিম।
গুনীজন ও বিশেষকাজে অবদানে সংবর্ধণা পর্বে সৎ রাজনীতিবিদ হিসাবে সৎ ব্যবসায়ী হিসাবে এ.এম. মাহবুব চৌধুরী, বীরমুক্তিযুদ্ধা মঈনুদ্দীন, মুক্তিযুদ্ধা সংগঠক ডাঃ সরফারাজ খান চৌধুরী বাবুল ও বিশিষ্ট সমাজসেবক লায়ন নবাব হোসেন মুন্নাসহ ৬৪ জেলা থেকে আগত ১২০টি সংগঠনকে সংবর্ধণা দেয়া হয়। উপস্থাপিকা ছিলেন নাছরিন তমা , এতে আরো উপস্থিত ছিলেন ইচ্ছা হিউম্যান ব্লাড ব্যাংকের সমন্বয়ক সাইফুল করিম বাবর, ইচ্ছা নারী উদ্যোক্তার সমন্বয়ক সানজিদা নাসরিন, ইচ্ছা ফুড ব্যাংকের সমন্বয়ক মানিক ও মাহমুদ, ইচ্ছা শিক্ষাঙ্গণ সমন্বয়ক আনিকা, ইচ্ছা উদ্যোক্তার সমন্বয়ক পিন্টু, ইচ্ছা সাংস্কৃতিক প্রাঙ্গণের সমন্বয়ক অমিত, ইচ্ছা স্পোটিং ক্লাবের সমন্বয়ক রিদুয়ানুল আকিব, চলো বদলাই এর সমন্বয়ক পিন্টু বড়ুয়া, ইচ্ছা পাঠাগার জ্ঞানের মশালের সমন্বয়ক ফারজানা, সৎ ইচ্ছার জাগরণি প্রদর্শনীর সমন্বয়ক রিয়াদ, ভ্রাম্যমান স্বাস্থ্য ক্যাম্পের সমন্বয়ক মহসিন দূর্জয়, গ্রীণ ওয়াল্ডের সমন্বয়ক ক্লিন্টন, তাপস, সারজাত উলাহ সহ রিদয়, সাইফা, তাজল, রাফি, অস্মিত, স্রুতি দে, রাইহান, প্রিয়া, বিউটি, রিমন, তিতান প্রমুখ। ডিসেম্বরে বিজয় দিবসে শিক্ষাসামগ্রী, জানুয়ারীতে শীতবস্ত্র, ফেব্রয়ারিতে মাতৃভাষা দিবস উপলক্ষ্য ফ্রী প্রশক্ষণিদানের ঘোষণা দেন ইচ্ছা পরিবার।