র্যাব সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে গত ০৮ জুলাই ২০২০ ইং তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন বটতলী বাজারে নিউ আশিক-মিমি সুপার মার্কেটের মেসার্স ফাতেমা ট্রেডার্স নামক দোকানে ছিনতাই করাকালীন অপারেশন পরিচালনা করে।
অভিযানে, দেশীয় অস্ত্র (হাসুয়া, ডেগার এবং চাকু)- ০৪ (চার) টি, (খ) মোবাইল সেট-০৩ (তিন) টি, সীম কার্ড-০৪ (চার) টি, মেমোরী কার্ড-০২ (দুই), নগদ অর্থ- ১,০০০/- (এক হাজার) টাকা, হেলমেট- ০১ (এক) টি সহ ছিনতাইকারী চক্রের সদস্য মোঃ মিন্টু (৩০), পিতা-মোঃ বাবলু, সাং-শালবন, ২। মোঃ নুরুজ্জামান জনি (২২), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-ইকরগাড়া, ৩। মোঃ আব্দুর রহিম (২৭), পিতা-ডাঃ মোঃ সোহরাব আলী, সাং-ফকিরপাড়া, সর্ব থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাটদেরকে মেসার্স ফাতেমা ট্রেডার্স নামক দোকানে ছিনতাই করাকালীন উপর্যুক্ত দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।