জ্জামান সুমিত।। পাবনা ১৭ দফা দাবিতে পাবনায় সিপিবির পদযাত্রায়
জনগণের ভোটাধিকার, কলেজ বিশ্ববিদ্যালয় দখলমুক্ত, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ, জাতীয় ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ, ভূমিহীন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের রেশন কার্ড, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী প্রমূখের ওপর জুলুম-অত্যাচার বন্ধ, ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসমচুক্তি বাতিলসহ ১৭ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)’ র ডাকে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ এই শ্লোগানকে সামনে রেখে পদযাত্রা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাবনা জেলা কমিটি।
পাবনা শহীদ মিনার থেকে পাবনা প্রেস ক্লাব পর্যন্ত দেড় কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শেষে পাবনা প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি, পাবনা জেলা কমিটির সভাপতি, জাতীয় পরিশদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক। সিপিবি পাবনা জেলা কমিটির সাধারন সম্পাদক, জাতীয় পরিশদ সদস্য, কৃষক নেতা সাংবাদিক আহসান হাবিব, সিপিবি পাবনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ক্ষেত মজুর নেতা কমরেড সন্তোষ রায় চৌধুরী ।