সাম্প্রতিক শিরোনাম

সরকারের কাছে কোনো টাকা নেই : মান্না

সরকারের কাছে কোনো টাকা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার ‘রাজনৈতিক লসমূহের নিবন্ধন আইন: করোনাভাইরাস বিপর্য়য়ের মধ্যে নির্বাচন কমিশনের আবারো সংবিধান বিরোধী পদক্ষেপ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় মান্না এ কথা বলেন।

বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ এন্ড কমিউনিকেশনের আয়োজনে এ ভার্চ্যুয়াল আলোচকরা নিজ নিজ বাসা থেকে এই আলোচনায় যুক্ত হন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ওই যে বলত না-আকাশ দিয়ে উড়ে গেলে নিচে ঢাকার দিকে তাকালে লস এঞ্জেলস শহরের মতো মনে হয়। সব উম্মাদ, কতগুলো ফোর টোয়েন্টি ভদ্রলোক মন্ত্রী-টন্ত্রী হয়েছেন এবং উনারা একটার পর একটা কথা বলে যাচ্ছেন। এখন দেখা যাচ্ছে, সরকারের কাছে কোনো টাকাই নেই।’

মান্না আরও বলেন, ‘সরকার টাকার জন্য কী করছে? প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, দেখেন তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে নেওয়া যায় কি না। ক্যান ইউ ইমাজিন, দেশ কত বড় ক্রাসিসে পড়লে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে হাত দিতে চায়।’

মান্না বলেন, ‘এখন বড় ক্রাসিস হচ্ছে, এক কোটি থেকে আরও বেশি লোক দরিদ্র হয়ে গেছে। দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। প্রতিদিন দৃশ্যমান ন্যূনতম ১০/২০টি পরিবার ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছে। এরে সেইভ করা হবে কীভাবে? সরকারের কোনো পরিকল্পনা নেই।’

রিজেন্ট হাসপাতাল প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আপনি এখান থেকে অনুমোদন দিয়েছেন হাসপাতাল চালানোর জন্য। করোনাভাইরাস শনাক্তকরণে টেস্ট করতে দিয়েছে। তার কিছু নির্দিষ্ট করা লোকজন বাইরে গেছে গিয়ে ধরা খেয়েছেন। সারা দুনিয়াতে বনাম হয়েছে। সেই লোকটা যে আওয়ামী লীগের একজন মদদপুষ্ঠ লোক, আওয়ামী লীগের উচ্ছিষ্ট লোক। আর সে রীতিমতো গানম্যানসহ পুলিশ প্রটেকশন পেত। সরকার তাকে তৈরি করেছে। এরকম একটা-দুইটা না। আপনার এন নাইটি ফাইভ যারা করেছে তারাও। মানুষের যখন মৃত্যুর আহজারি, ক্ষুধার্তের আর্তনাদ সেই সময়ে মানবতার সঙ্গে এতো বড় বেইমানী করার দল পৃথিবীতে বেশি নাই।’

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...