সাম্প্রতিক শিরোনাম

বিএসবিএ হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতালে রূপান্তরের দাবীতে ছাত্রলীগের মানববন্ধন

মুহাম্মদ ইউসুফ খাঁন:


ভাটিয়ারীর বিএসবিএ হাসপাতালকে কোভিট ১৯ হাসপাতালে রূপান্তর করবার দাবীতে আজ ১২ জুলাই ২০২০ ইং রোববার সকাল ১১ ঘটিকায় বৃস্টিকে উপেক্ষা করে শত শত ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ সীতাকুণ্ডে পৌর সদরের পুরাতন মহাসড়কটিতে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে।

সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ শায়েস্তা খানের সভাপতিত্বে মানব বন্ধনে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জামশেদ খান, মোঃ ওমর ফারুক রাকিব, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য এম এইচ তারেক, নাজমুল আলম অভি,রাহাত উদ্দীন নাহিদ, শেখ ফরিদ, এম এইচ রিফাত, নওশেদ নুর ইমতিয়াজ, শহিদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, মাকসুদ খান, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামস মাহমুদ লেনিন,মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পি, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্কি, সীতাকুণ্ড কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাওন চৌধুরী,ছাত্রনেতা এস এম রিয়াদ জিলানী, সাখাওয়াতুল ইসলাম নিজামী সাগর, সাইদুল ইসলাম,সাদমান, মিনহাজুল আবেদিন বিজয়,সানি,মুন্না, রাজু,সোনম প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।


সভাপতির বক্তব্যে মোঃ শায়েস্তা খান বাংলাদেশ ছাত্রলীগ সীতসকুন্ড উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সকল নেতাকর্মীকে জনগণের পাশে সুখে দুঃখে সব সময় পাশে থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সীতাকুণ্ড উপজেলা ইতিমধ্যে রেড়জোন এলাকা হিসেবে চিহিৃত হয়েছে যা আমরা সবাই অবগত রয়েছি। এ অঞ্চলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগির সংখ্যা।জনগণ যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না।তাই অতি দ্রুত বিএসবিএ হাসপাতালকে কোভিড ১৯ হাসপাতালে রূপান্তর করতে হবে এবং এটি সময়ের বাস্তব দাবী।।যদি আমাদের দাবী বাস্তবায়ন করা না হয়, তাহলে বৃহত্তর পরিসরে আমরা আন্দোলনে যাবার কথা ভাবছি।

উল্লেখ্য যে ,করোনা মহামারি শুরুর পর সরকারীভাবে এ হাসপাতালকে করোনা হাসপাতাল করার প্রক্রিয়া শুরু করে হঠাৎ কেন এবং কি কারনে তা বন্ধ করা হ’ল-তা নিয়ে জনমনে নানাণ প্রশ্ন দেখা দিয়েছে। এ হাসপাতালটিকে কোভিড ১৯ হাসপাতাল করা হলে শুধু সীতাকুণ্ডবাসী নয় উপরন্তু মীরসরাইবাসীও এখানে চিকিৎসা সেবা নিতে পারবে। বিএসবিএ হাসপাতালকে কোভিড ১৯ হাসপাতাল করার ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্লিপ্ততা সরকারদলীয় ছাত্রসংগঠন হওয়া সত্ত্বেও সীতাকুণ্ড ছাত্রলীগকে আজ রাস্তায় নামতে হলো। ছাত্রলীগের এ মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চ এর নেতাকর্মীরাও শরিক হয় বলে জানা যায়।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...