সাম্প্রতিক শিরোনাম

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি মুহাম্মদ ইউসুফ খান

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি মুহাম্মদ ইউসুফ খান

ইসলাম হবে শান্তি ও কল্যাণের ধর্ম – জঙ্গী প্রতিষ্ঠান নয়- প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন।। 
১৫ নভেম্বর শুক্রবার ২০১৯ ইং সীতাকুন্ড তাহফিজুল কোরান মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্ডেন এর  উদ্যোগে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীদের কোরান তিলোয়াত প্রতিযোগীতা – বিদায়ী অনুষ্ঠান -খতমে কোরান ও দোয়া অনুষ্ঠিত হয়।
এম আর হাসান শাকিলের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ইলিয়াছ(দাঃবা) এর প্রাণবন্ত উপস্হাপনায় এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব  মুহাম্মদ ইউসুফ খাঁন।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি মুহাম্মদ ইউসুফ খান

এতে বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, হাফেজ মাওলানা রকিবুল হাসান, হাফেজ মাওলানা মুহাম্মদ সাজ্জাদ হোসেন, হাফেজ মুহাম্মদ জাকির হোসেন, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ আবুল কাশেম, মকবুল হোসেন, মুহাম্মদ নিজাম উদ্দীন। প্রতিযোগীরা হলোঃ সাবা মানহা, রূপা আক্তার, মাহমুদা আক্তার মিম, লাবিবা জারিপ, রাফাত হোসেন, আফিকুল ইসলাম, রিদোয়ান কবির শাফি, মনিরুল ইসলাম,রেজাউল করিম ও হোসাইন আহমেদ প্রমুখ।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি মুহাম্মদ ইউসুফ খান

প্রধান অতিথির বক্তৃতায় সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, ইসলাম হবে শান্তি ও কল্যাণের ধর্ম – জঙ্গী প্রতিষ্ঠান নয়। তিনি তার দীর্ঘ বক্তৃতায় সীতাকুন্ড তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালনা কমিটি/ অভিভাবক ও হেফজখানা/ কিন্ডারগার্ডেনের ভূঁয়সী প্রশংসা করেন এবং বলেন আমি যতদূর গোপন তথ্য নিয়েছি তাতে জঙ্গী তৎপরতায় এ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, যেখানে কোরানে হাফেজ শিক্ষার্থীগণ বয়স সর্বোচ্চ বারোর উর্ধ্বে নয় সেখানে জঙ্গী কানেকশন চিন্তাও অবান্তর। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেহই সরকারের গোয়েন্দা নজরদারীর বাহিরে নন। সুতরাং অপরিচিত কোন হুজুরের সাথে আপনাদের যেন কখনো কারো নজরে না পড়ে সেটি মাথায় রাখা বাঞ্চনীয়। তিনি প্রতিষ্ঠানটিকে আল্লাহতায়ালার নিয়ামতস্বরূপ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্ত্ববাণদের এগিয়ে আসার আহ্বাণ জানান। 
সভাপতির বক্তৃতায় এম আর হাসান শাকিল বলেন, আল্লাহ ছোবহানুতা’য়ালার অশেষ রহমতে এ প্রতিষ্ঠানটিকে আমরা নিজস্ব ভূমির উপর বিশাল প্লাটফর্মে রূপায়ন করবো যাতে করে বহু হাফেজ এ প্রতিষ্ঠান থেকে আল্লাহর নৈকট্য লাভে প্রকৃত ইসলামী খেদমতদার হতে পারে।
হাফেজ মাওলানা ইলিয়াসের ঐকান্তিক প্রচেষ্টা শ্রম মেধা অর্থের বিনিময়ে তিল তিল করে গড়ে উঠে এ তাহফিজুল কোরাণ মাদ্রাসা / হেফজখানা ও নূরানী কিন্ডার গার্ডেন।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি মুহাম্মদ ইউসুফ খান

তিনি দীর্ঘসময় ধরে বিশেষ দোয়া ও মোনাজা
তে আল্লাহ ছোবহানুতা’য়ালার দরবারে সীতাকুন্ডসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য উন্নতি সম্বৃদ্ধি ও কল্যাণের জন্য মোনাজাত  পরিচালনা করেন। উল্লেখ্য যে, প্রত্যেক শিক্ষার্থী তাদের অভিভাবক বাবা – মায়েরা – এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকগণ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্য এতে অংশ নেয় এবং তা মিলনমেলায় রূপ নেয়। পরিশেষে সকলের মাঝে সুশৃংখলার সহিত তবারুক বিতরণ করা হয়।।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...