সাম্প্রতিক শিরোনাম

আন্তর্জাতিক বাজারে আসলো “এডভান্স এজিএম-১৫৮সি লং রেঞ্জ এন্টি-শীপ ক্রুজ মিসাইল”

সিরাজুর রহমানঃ অস্ট্রেলিয়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসন রুখে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এভিয়েশন জায়ান্ট লকহীড মার্টিন কর্পোরেশনের তৈরি আনুমানিক এজিএম-১৫৮সি লং রেঞ্জ এন্টি-শীপ ক্রুজ মিসাইল (এলআরএএসএম) ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আসলে চুক্তি মোতাবেক অস্ট্রেলিয়া ৮০০ মিলিয়ন ডলার ব্যয়ে আনুমানিক ২০০টি এই জাতীয় এন্টি-শীপ ক্রুজ মিসাইল সংগ্রহ করতে ইচ্ছুক।

অস্ট্রেলিয়া মুলত তার বিমান বাহিনীতে সক্রিয় থাকা বিশ্ব মানের ২৪টি এফ-৩৫এ লাইটনিং-২ জয়েন্ট স্টাইক (মোট ৭২টি অর্ডার করা হয়েছে) স্টিলথ জেট ফাইটার, ৫৪টি বোয়িং এফ/এ-১৮ এ/বি হরনেট, ২৪টি এফ/এ-১৮ সুপার হরনেট জেট ফাইটার এবং ১২টি বোয়িং পি-৮ প্রসিডন সাবমেরিন কিলার এয়ার প্লটফর্ম থেকে নেভাল কমব্যাট মিশনে ব্যাবহারের উদ্দেশ্যে এজিএম-১৫৮সি লং রেঞ্জ এন্টি-শীপ ক্রুজ মিসাইল (এলআরএএসএম) ক্রয় করতে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এজিএম-১৫৮সি লং রেঞ্জ এন্টি-শীপ ক্রুজ মিসাইল (এলআরএএসএম) একটি অত্যাধুনিক এবং নতুন প্রজন্মের এন্টিশীপ মিসাইল। ডিফেন্স এডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি (ডিএআরপিএ) এর ডিজাইনকৃত এই এডভান্স এন্টিশীপ মিসাইলটির ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে মার্কিন লকহীড মার্টিন কর্পোরেশন। অস্ট্রেলিয়ার পাশাপাশি সুইডেন, যুজক্তরাজ্য, জাপান, কানাডা এবং সিঙ্গাপুর এই এন্টি-শীপ ক্রুজ মিসাইল ক্রয়ের প্রবল আগ্রহ প্রকাশ করেছে।

এজিএম-১৫৮সি লং রেঞ্জ এন্টি-শীপ ক্রুজ মিসাইল (এলআরএএসএম) হচ্ছে আশির দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এজিএম-৮৪ এয়ার লাউঞ্চড হারপুন এন্টিশীপ মিসাইলের আপগ্রেডেড ভার্সন এবং এর সর্বোচ্চ রেঞ্জ ১২৪ কিলোমিটার। যেখানে এডভান্স এজিএম-১৫৮সি লং রেঞ্জ এন্টি-শীপ ক্রুজ মিসাইল (এলআরএএসএম) এর এক্টিভ রেঞ্জ অনেকটাই বৃদ্ধি করে ৩৭০ কিলোমিটারে উন্নীত করা হয়েছে। এটি ২০১৮ সালে সার্ভিসে আসে এর প্রতিটি ইউনিট কস্ট ৩.০০ থেকে ৩.৯৬ মিলিয়ন ডলার।

মার্কিন বিমান বাহিনী ২০১৮ সালের ডিসেম্বর মাসে এজিএম-১৫৮সি লং রেঞ্জ এন্টি-শীপ ক্রুজ মিসাইল (এলআরএএসএম) সফলভাবে বি-১বি ল্যান্সার বোম্বারের ইন্টিগ্রেশন এবং ফ্লাইট টেস্টিং সম্পন্ন করেছে এবং ২০১৯ সালে মার্কিন নৌবাহিনীর এফ/এ-১৮ সুপার হরনেট জেট ফাইটারের প্লটফর্ম থেকে সফল পরীক্ষা সম্পন্ন করা হয়।


তবে মার্কিন ট্রাম্প প্রশাসন ভারত মহাসাগরে চীনের আধপত্য ঠেকাতে এবং ভারতের পি-৮ আই এর কার্যকর মেরিটাইম স্টাইক ক্যাপাবিলিটি গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যেই ভারতের নৌ বাহিনির কাছে ১৫৫ মিলিয়ন ডলার মূল্যের দুই ধরনের সাগর ভিত্তিক মিসাইল বিক্রির অনুমোদন দিয়ে রেখেছে। জার আওতায় ভারত ১০টি এজিম-৮৪এল হারপুন ব্লক-২ জাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্র ও ১৬টি এমকে ৫৪ লাইটওয়েট টর্পেডো কিনতে চায়। যার প্রথম প্যাকেজের মূল্য ৯২.০০ মিলিয়ন ডলার এবং দ্বিতীয় প্যাকেজের মূল্য ৬৩.০০ মিলিয়ন ডলার।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...