মোঃ ওমর ফারুক, সৌদি আরবঃ ২০২০ সালের অনুষ্ঠিতব্য হজ্জে, অনলাইনে রেজিষ্ট্রেশনকৃত অনুমতিপত্র ছাড়া কেউ হজ্জের নিধারিত স্থানে প্রবেশ করলেই দিতে হবে মোটা অংকের জরিমানা।
সৌদি আরবের উমরাহ ও হজ্জ মন্ত্রনালয় জানিয়েছেন চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য হজ্জে ১৯ শে জুলাই ২০২০ইং? থেকে ২ ই আগস্ট ২০২০ ইং পযন্ত যদি কোন ব্যাক্তি হজ্জের রেজিষ্ট্রেশনকৃত অনুমতিপত্র ছাড়া হজ্জের জন্যে নির্ধারিত স্থান, মক্কা, মীনা, আরাফাত ও মুজদালিফায় প্রবেশ করে এবং প্রবেশ করার চেষ্টা করে তাহলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।
করোনা মহামারীর কারণে সৌদি হজ্জ মন্ত্রনালয় ইতিমধ্যে এ বছরের হজ্জ সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এবারের হজ্জে সর্বমোট ১০ হাজার হাজী অংশগ্রহন করবেন এ-র মধ্যে সৌদি আরবে অবস্থান কারী বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে ৭০% অর্থাৎ ৭ হাজার হাজী অংশগ্রহন করবেন আর সৌদি নাগরিক ৩০% অর্থাৎ ৩ হাজার সৌদি নাগরিক এবারের হজ্জে অংশগ্রহণ করতে পারবেন।
করোনা সংক্রমণ যাতে না ছড়াতে পারে সেজন্য এবারের হজ্জে সৌদি স্বাস্থ্যঅধিদপ্তর বেশকিছু স্বাস্থ্যবিধিও ঘোষণা করেছেন।
এবছরের হজ্জে কোন হাজী কাবা শরীফ স্পর্শ করতে পারবেন না এবং হাজরে আসওয়াদ পাথর অর্থাৎ কালো পাথরে চুম্বন করতে পারবেন না। প্রত্যেক হাজীকে বাধ্যতামূলকভাবে মাক্স পরিধান করতে হবে।
এবং মীনা ও আরাফাতে তাবুতে অবস্থান করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। এবং শয়তানকে পাথর মারার ক্ষেত্রে ও মানতে হবে নতুন নিয়ম। মোট কথা সব রকমের স্বাস্থ্যবিধি মেনে এবছরের হজ্জের রীতিনীতিগুলো পালন করতে হবে।