চট্টগ্রামে আল্লামা তাহের শাহের নেতৃত্বে জুলুশে লাখো নবী প্রেমিকের ঢল

চট্টগ্রামে আল্লামা তাহের শাহের নেতৃত্বে জুলুশে লাখো নবী প্রেমিকের ঢল

তানভীর আহমেদ
চট্টগ্রাম হতেঃ 
চট্টগ্রামে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আল্লামা তাহের শাহ হুজুরের নেতৃত্বে লাখো নবী প্রেমিকের উপস্তিতিতে জশনে জুলুশ সম্পন্ন  হয়েছে। ঘূর্ণিঝড় ‘ বুলবুল’এর প্রেক্ষিতে চট্টগ্রামবাসীর জন্য ঘোষিত ৯ নং মহাবিপদ সংকেত উপেক্ষা করে সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ জুলুশে অংশগ্রহণ করে। বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর পৃথিবীতে শুভ আগমন ও তিরোধানের এই দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপুর্ণ পরিবেশে আনজুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সার্বিক ব্যাবস্থাপনায় উদযাপিত হয়ে আসছে  সুদীর্ঘ কাল যাবত। 
হামদ, নাত ও  দরুদ সালাম পড়ে ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফ থেকে আল্লামা তাহের শাহ হুজুরের নেতৃত্বে শুরু হয়ে এই বিশাল জুলুস নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলমগীর খানকা শরীফে শেষ হয়। পথিমধ্যে নগরীর কাজীর দেউরিস্থ অস্থায়ী মঞ্চে হুজুর কেবলা দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। আঞ্জুমানের তথ্যমতে এবারের জশনে জুলুশো প্রায় ৬০ লক্ষ নবী প্রেমিক অংশগ্রহণ করেন। জুলুস উপলক্ষে নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে।