সাম্প্রতিক শিরোনাম

অনলাইন প্লাটফর্ম থেকে অশ্লীল দৃশ্য সরানোর নির্দেশ হাইকোর্ট

সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে থাকা অশ্লীলদৃশ্যযুক্ত ভিডিও আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারি আইনজীবী তানভীর আহমেদ। পরে তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সকল ওটিটি (ওটিটি) প্ল্যাটফর্ম থেকে বিবাদীদেরকে অনৈতিক এবং নিন্দনীয় আইন বহির্ভূত ভিডিও কনটেন্টগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে বিটিআরসিকে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে কিভাবে তারা সরকারি রেভিনিউ কালেক্ট করেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে সে বিষয়ে এক মাসের মধ্যে বিটিআরসিকে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে।

নোটিশের কোনো জবাব না পাওয়ায় গত ১২ জুলাই হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পরিচালক, আইজিপি, সিআইডির উপমহাপরিদর্শককে বিবাদী করা হয়।

বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পরিবেশিত হওয়া সিনেমা এবং ওয়েব সিরিজের অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে গত ১৪ জুন আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী তানভীর আহমেদ।

উপযুক্ত পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ না থাকায় দেশি-বিদেশি সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য দিন দিন বেড়েই চলেছে এবং সেসব দৃশ্য জনসম্মুখে তুলে ধরা হচ্ছে। এছাড়া বলা হয়েছে, ‘এমনকি এসব ওয়েব সিরিজে সিগারেট কিংবা অ্যালকোহলের দৃশ্য পরিবেশনের সময় কোনোপ্রকার সতর্কতামূলক বাণী প্রচার করা হয়নি। তাই এসব ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮ এর স্পষ্ট লংঘন, যা কি না আমাদের দেশের সংস্কৃতি এবং সামাজিক নিয়মশৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ।’

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...