সাম্প্রতিক শিরোনাম

আশুলিয়ায় পুলিশ ও র‌্যাব এর অভিযানে বিপুল মাদক উদ্ধার

মোঃইয়াসিন,সাভার(ঢাকা)

সাভারের আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ আমিনুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার(১৪জুলাই)আশুলিয়ার বাইপাইল এলাকার সম্ভার পাম্পের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম ওরফে আইনুল কুমিল্লা জেলার চান্দীনা থানার উবরা চৌধুরী বাড়ী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। সে বর্তমানে ঢাকার পল্লবী থানার হিরার বাড়ির ভাড়াটিয়া।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুদীপ কুমার গোপ, এসআই আসওয়াদুর রহমান ও এএসআই মাজহারুল হককে সঙ্গে নিয়ে আশুলিয়ার বাইপাইলের সম্ভার পাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ডান হাতে থাকা সাদা রঙ্গের বস্তায় রক্ষিত ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭৮ হাজার টাকা।

এসআই হারুন আরও জানান, মাদক ব্যবসায়ী আমিনুল দীর্ঘদিন ধরে আশুলিয়াসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে ফেনসিডিল বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন খেজুরটেক এলাকায় অভিযান পরিচালনা করে ২৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রিত নগদ ৬৮,৪৬০ টাকাসহ মাদক কারবারি অমল কান্তি নাথ (৩৫),কে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে যানাযায় তিনি কক্সবাজার জেলার বাসিন্দা।

র‌্যাব যানায়, তিনি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলাসহ দেশের সীমান্তবর্তি এলাকা সমূহ হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে আশুলিয়া, সাভারসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে আসছিল।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
মোঃইয়াসিন,সাভার

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...