আজ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তনয় শাহদাব আকবর চৌধুরী (লাবু) এর ৫৮ তম শুভ জন্মদিন।
তাঁর জন্মদিন উপলক্ষে নিকট অতীতে বিএনপি জামায়াত জোটের জ্বালাও পোড়াও আন্দোলনের সময় রাজধানী ঢাকায় প্রতিবাদে প্রথম পর্যায়ে কর্মসূচি পালনকারি সংগঠন প্রাণের-৭১ এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য আহম্মেদ জামাল এক শুভেচ্ছা বার্তায় বলেন,
শাহদাব আকবর চৌধুরী (লাবু) ভাই। ছোট বেলা থেকেই রাজনীতির হাতেখড়ি জননী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বর্ষীয়ান নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এবং পিতা ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরী।
রাজনীতির ইতিহাস গড়া পরিবারের মধ্যেই শাহদাব আকবরের বেড়ে ওঠা। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্নেহের লাবু চৌধুরী স্বৈরশাসক এরশাদ ও বিএনপি-জামাত বিরোধী আন্দোলনে মায়ের সার্বক্ষনিক সহযোগী হিসেবে কাজ করেছেন। পরিবারের ছোট সদস্য হওয়ায় সকলের আদর ভালবাসাও ছিল একটু বেশি। সদালাপী, বিনয়ী ও ভদ্র লাবু চৌধুরী বর্তমানে মা সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা ফরিদপুর-২ এ মায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে সাধারণ মানুষের মনে ঠাঁই পেয়ে ভালবাসা আদায় করেছেন। দেশে-বিদেশে কৃষি বিষয় নিয়ে প্রচুর গবেষণা ও জ্ঞান অর্জন করে পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক। কবিতা ও গান লিখার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে জাতীয় প্রত্রিকায় নিয়মিত কলামও লিখেন। স্ত্রী শাহনাজ খান ও তিন ছেলে-মেয়ে নিয়ে লাবু চৌধুরী খুবই সাদা মাঠা জীবন যাপন করেন।
এক্ষেত্রে ইতিহাসের পাতা হতে জানা একটি বিষয় শিল্পকলা একাডেমি ও একটি নাট্যদলের রিহার্সাল ও যাবতীয় ব্যায় মেটাতে মা সাজেদা চৌধুরী তাঁর হাতের বালা বিক্রি করে দিয়েছিলেন যেমন মা তেমন বেটাও কবিতা -গানে মাধুরতা ছড়িয়েছেন।
সুদীর্ঘ ২১ বছরেরও বেশি সময় ধরে আমি তাঁর সান্নিধ্যে পেয়ে এসেছি।আমি একজন যোগ্য অবিভাবক পেয়ে নিজেকে ধন্য মনে করি। জনাব লাবু চৌধুরী আমি আপনার আরো সাফল্য কামনা করি। তরুন প্রজন্ম আপনার জন্য অপেক্ষা করছে।
আজ লাবু চৌধুরীর ৫৮ তম জন্মদিন। শুভেচ্ছা, ভালবাসা ও শ্রদ্ধা অবিরাম।