প্রথমবারের মত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র জন্য এন্টি ট্যাংক গাইডেড মিসাইল ক্রয় করা হচ্ছে। এরমাধ্যমে শত্রুপক্ষের এপিসি,ট্যাংক, বিভিন্ন সামরিক যান ধ্বংসের সক্ষমতা অর্জন করবে বিজিবি।
এছাড়া বেশ কিছু এন্টি ট্যাংক মাইনও সংগ্রহের তালিকায় রয়েছে। বিজিবি’র এধরণের সামরিক সরন্জাম ক্রয় সরাসরি প্রতিবেশী দেশকে টার্গেট করেই কেনা হচ্ছে,যাতে সীমান্তে প্রতিবেশী দেশগুলোর আগ্রাসনের জবাব জোরালোভাবে দেওয়া যায়। বর্তমানে বিজিবি এন্টি ট্যাংক রুলে আর.পি.জি ব্যবহার করছে।