আইসিসির নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান, যিনি বছরের পর বছর তিন ফরম্যাটেই বিশ্বের সেরা অল-রাউন্ডারের জায়গাটি দখলে রেখেছিলেন। তার অনুপস্থিতিতে ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া দাবি করেছেন, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা বেন স্টোকসই বর্তমানে তিন ফরম্যাটে বিশ্বের সেরা অল-রাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে স্টোকস ১৭৬ রানের ইনিংস খেলেন। ১৭টি বাউন্ডারি ও দুটো ওভার বাইন্ডারিতে সাজানো স্টোকসের ইনিংস দেখার পরে আকাশ চোপড়া বলছেন, ‘‘এই মুহূর্তে তিনটি ফরম্যাটে বিশ্বের একনম্বর আলরাউন্ডার বেন স্টোকস। এ নিয়ে আমার মনে কোনও দ্বিধাদ্বন্দ্ব নেই।’’
বিশ্বকাপ ফাইনালে স্টোকসের ব্যাট সঠিক সময়ে গর্জে উঠেছিল। সেই কারণেই ইংল্যান্ডের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব হয়েছিল। স্টোকসের পরেই বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানকে সেরা অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রাখছেন আকাশ চোপড়া। তিন নম্বরে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
ব্যাটের পাশাপাশি বল হাতেও বিপজ্জনক হয়ে ওঠেন স্টোকস।আকাশ চোপড়া বলছেন, ‘গত দু’বছরে টেস্টে ওর গড় ৪৩, ওয়ানডে-তে ৫৯। তিনটি ফরম্যাটেই ওর বোলিং গড়ও বেশ ভাল। সব দিক থেকে বিচার করলে স্টোকসই বিশ্বের একনম্বর অলরাউন্ডার।’