সাম্প্রতিক শিরোনাম

সিম ছাড়াই কল যাবে ৯৯৯-এ!


সিম ছাড়াই কল যাবে ৯৯৯-এ!




দুর্যোগ কালীন সময়ে ৯৯৯ এ কল করে জরুরি সেবা পেতে দেশে প্রথম বারের মত সিম বিহীন টেলিযোগাযোগ সেবার পরীক্ষা সম্পন্ন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন- বিটিআরসি। বুধবার (৩০ অক্টোবর) রাজধানী বসুন্ধরা আবাসিক এলকায় এই পরীক্ষা চালানো হয়েছে।





গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক প্রতিনিধিরা ছাড়াও এসময় বাংলাদেশ সেনাবাহিনী, মার্কিন সেনাবাহীনির প্রকৌশলী টিমের সদস্যরা উপস্থিতি ছিলেন।





ঢাকায় আর্মি গলফ ক্লাবে চলমান Disaster Response Exercise & Exchange BANGLADESH-2019 (প্রশিক্ষণ) সম্মেলন উপলক্ষ্যে দুর্যোগকালে টেলিযোগাযোগ ব্যবস্থার উদ্ভাবনী ব্যবহার বিষয়ক DREE BANGLADESH 2019 প্রকল্পের অধীনে এই পরীক্ষা চালানো হয়।

সিম ছাড়াই কল যাবে ৯৯৯-এ!

পরীক্ষাটি সফল হয়েছে জানিয়ে এ বিষয়ে বিটিআরসি’র একজন জেষ্ঠ্য (অপারেশন) কর্মকর্তা নিউজ বাংলাকে বলেন, হুয়াওয়ে’র কোর নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল হ্যান্ডসেটের এমার্জেন্সি কল ফিচার ব্যবহার করে দুর্যোগ বা আপদকালীন সময়ে এই সেবা নিতে পারবেন মোবাইল গ্রাহকরা। এ জন্য সিম খুলে ফেলতে হবে। তখন ফোনটি যে অপারেটরের নেটওয়ার্কই পাবে তা ব্যবহার করে ৯৯৯ এ কল পৌঁছে দেবে।




এ জন্য কোনো অ্যাপের প্রয়োজন হবে না। একইসঙ্গে কোনো খরচও হবে না বলে জানান তিনি। তার ভাষায়, ফোনে যদি সিম না থাকে তাহলে এই প্রযুক্তি ব্যবহার করে আপনি কল করত পারবেন।




কোনো কোনো ডিভাইসে ইমার্জেন্সি এসওএস নম্বর হিসেবে ৯১১ বা অন্য কোনো নম্বর দেয়া থাকতে পারে সেক্ষেত্রে কী করতে হবে প্রশ্নের জবাবে তিনি জানান, এটি রিসেট করে নেয়া যায়। তবে ৯১১ থাকলে সেটি ডায়ালে ৯৯৯ এ কল যেতে পারে , এটি সিস্টেমে রিডায়রেক্ট করে দেয়া সম্ভব।




সূত্রমতে, এই সুবিধা চালু করতে বিটিএসগুলোতে সেল অন হুইল (কাউ) প্রযুক্তি ব্যবহার করেছে হুওয়াওয়ে। তবে এ কারণে যে কেবল হুওয়ায়ে ফোনেই এই সুবিধা মিলবে তা নয়। যেসব সেটে এমার্জেন্সি কল ফিচার আছে সেসব ফোন থেকেই এই টাওয়ার রোমিং সুবিধা পাওয়া যাবে। ফলে যে টাওয়ারটিই সচল থাকবে সেই টাওয়ারের নেটওয়ার্ক ব্যবহার করেই এই বিশেষ নম্বরে ফোন যাবে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...