অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার অংশ হিসেবে আজ রবিবার (১৯ জুলাই) তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক।
যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন, সিএমএসডি সহকারী পরিচালক (প্রশাসন) সাবেক সহকারী পরিচালক (মজুদ ও বিতরণ) ডা. মো. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার-৮ ও অতিরিক্ত দায়িত্ত্ব স্টোর ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ।
দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। বাকি তিনজনকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে।
আগে ১২ জুলাই তাদেরকে তলবি নোটিশ দেয় কমিশন। এ ছাড়া আগামীকাল সিএমএসডির সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকির, উপ-পরিচালক ও পিএন্ডসি ডা. মো. জাকির হোসেন ও সাবেক-মেডিক্যাল অফিসার (চীফ কো-অডিনেটর) ডা. জিয়াউল হককে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।