প্রতারকের দেয়া ২০ দিনারের জাল নোট সহ কুয়েতে বাংলাদেশী গ্রেফতার

প্রতারকের দেয়া ২০ দিনারের জাল নোট সহ কুয়েতে বাংলাদেশী গ্রেফতার

কুয়েত মাহবুল্লাহ এলাকায় একজন বাংলাদেশী ২০ দিনারের ৩০০ দিনার জাল নোট সহ তাকে আটক করে কুয়েত পুলিশ। 
বাংলাদেশী মাহবুল্লাহ এলাকায় একটি মানি এক্সচেঞ্জে গেলে তার সাথে থাকা ৩০০ দিনার জাল নোট সহ এক্সচেঞ্জের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
বাংলাদেশীকে জিজ্ঞাসাবাদের সময় জানায়,  এক পাকিস্তানী নাগরিক তাকে তার পুরনো পাওনা টাকা হিসাবে এগুলো তাকে দেয়, তখন সে ধারনা করতে পারেনি যে এগুলো জাল নোট ছিল।
কুয়েত পুলিশ পাওনা টাকা দেয়া ব্যাক্তির বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে। কারো থেকে যে কোন দিনার লেনদেনের সময় অবশ্যই দিনার পরিক্ষা করে নিতে বলা হয়, না হলে যেকাউকে এমন পরিস্থিতিতে পরতে হতে পারে।
সুত্রঃ Ayman Mat