বন্যায় পানিবন্দি মানুষের সেবায় দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার এক বিবৃতিতে চরমোনাই পীর আরও বলেন, রাজনীতি জনগণের কল্যাণের জন্য। যে রাজনীতিতে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণ নেই তা কেউ করতে পারে না। প্রচলিত রাজনীতির ধারক বাহকরা নিজেদের আখের গোছাতেই রাজনীতি করছে। ফলে সর্বত্র দুর্নীতি ব্যাপক আকার ধারণ করছে। এমনকি মানুষের অসুস্থ্য হলে চিকিৎসা সেবা নিয়েও চরম দুর্নীতি। স্বাস্থ্যখাতে দুর্নীতি, ঔষধ নিয়ে দুর্নীতি, যা কোনক্রমেই মেনে নেয়া যায় না।
তিনি বলেন, বন্যায় দুর্গত অসহায় মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। এ মুহূর্তে এসব অসহায়দের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব ও কর্তব্য।
এসব থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর ইসলাম প্রতিষ্ঠা ছাড়া জবাবদিহিমূলক সরকার কখনো প্রতিষ্ঠা সম্ভব নয়।