বাংলাদেশে তিন হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সৌদি আরবভিত্তিক কোম্পানি আকওয়া পাওয়ার।
এজন্য স্থান নির্বাচনসহ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে। প্রাকৃতিক গ্যাস বা রূপান্তরিত তরল প্রাকৃতিক গ্যাসভিত্তিক (আর-এলএনজি) কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আকওয়া পাওয়ার আড়াইশ কোটি ডলার বিনিয়োগ করবে।
চুক্তি স্বাক্ষরের পর আকওয়া পাওয়ারের চেয়ারম্যান বলেন, “৩ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য এ সমঝোতা স্বাক্ষর হয়েছে। এর জন্য আড়াই বিলিয়ন ডলারের চেয়ে বেশি বিনিয়োগ করতে চায় কোম্পানিটি। এটা হবে বাংলাদেশের সবচেয়ে দক্ষ বিদ্যুৎ কেন্দ্র। “প্রকল্প বাস্তবায়নের জন্য শিগগির কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা যাচাই শুরু হবে। ছয় মাসের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) হবে। ২০২০ সালের মধ্যে এই বিনিয়োগ শুরু হবে।”
৫০ কোটি ডলার ব্যয়ে আরামকোর সঙ্গে যৌথভাবে একটি এলএনজি গাস টার্মিনাল নির্মাণ করবে অ্যাকয়া পাওয়ার।