স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করে সৎ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মহামারী মোকাবেলা ও চলমান সংকট থেকে উত্তরণে স্বাস্থ্যখাতের চুরি, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও জালিয়াতি বন্ধের দাবি জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের পদত্যাগ কোনো শাস্তি নয়। অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার কনতে হবে। সমগ্র স্বাস্থ্য ও চিকিৎসাখাতের চুরি-দুর্নীতি-জালিয়াতির বিশ্বাসযোগ্য তদন্ত ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে যোগসাজস থাকার কারণেই স্বাস্থ্যখাতে বেপরোয়া জালিয়াতির ঘটনা ঘটেছে। সারাবিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দায়সারা পদক্ষেপ ও প্রচারসর্বস্ব বক্তৃতা-বিবৃতি দিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে না বলেও তারা উল্লেখ করেছেন।
করোনা দুর্যোগে বেসামাল সরকার বন্যা পরিস্থিতিও মোকাবেলা করতে পারছে। মহামারী মোকাবেলায় তারা যেমন ব্যর্থ তেমনি বন্যার্তদের রক্ষা, লক্ষ লক্ষ বানভাসি মানুষের কাছে খাদ্য, ত্রাণ, নগদ অর্থ প্রদান ও তাদের পুনর্বাসনেও চরম ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। আর সরকারের নগর উন্নয়ন তৎপরতা এখন জলাবদ্ধতায় নিমজ্জিত। অবিলম্বে বন্যার্তদের রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
বুধবার পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন সভায় এই দাবি জানানো হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল বক্তব্য রাখেন।