মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মানবিক কাজের মাধ্যমে নিজেদের ফেলে আসা সোনালী অতীতের জানান দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সবখানেই সমান ভাবে বিচরণ ছাত্রলীগের। জরুরী খাদ্য সরবরাহ কিংবা লাশ দাফন, কৃষকের পাশে দাঁড়ানো সহ দুর্দান্ত সব কাজে বাহবা কুড়িয়েছে দেশব্যাপী। ছাত্রলীগকে প্রশংসায় ভাসিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এবার চুয়াডাঙ্গায় একে টানা আট জন করোনাক্রান্ত ব্যক্তির জানাজা ও লাশ দাফন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ।
গতকাল চুয়াডাঙ্গা জেলা গোরস্থানপাড়া নামক স্থানে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যান। এরপর গতকাল চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ ও তাকওয়া ফাউন্ডেশন যৌথভাবে গোসল, জানাজা এবং উনার আত্নার শান্তি কামনায় দোয়া করে দাফন কার্য সম্পূর্ণ করে। জানা যায়, টানা প্রায় আটজন করোনাক্রান্ত ব্যক্তির লাশ দাফন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ।
এই বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জানিফ সাম্প্রতিক’কে বলেন, ‘গতকাল গোরস্থানপাড়ায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে পৃথিবীর মায় ত্যাগ করে ওপারে পাড়ি জমান। জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উনার জানাজা ও দাফন কার্য সম্পন্ন করেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের সার্বিক সহযোগীতা করে তাকওয়া ফাউন্ডেশন। আপনারা জানেন চুয়াডাঙ্গায় করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। এরই সাথে সাথে আজকে টানা আট জন করোনাক্রান্ত ব্যক্তির শেষ যাত্রায় সঙ্গী হলো ছাত্রলীগ।’
দাফনকার্যে আরো ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা তানজিল তন্ময়, ফারহান রাব্বি, তৌফিক এলাহি, শাওন শেখ, সিফাত, তৌকির, সালেকিন সহ প্রমুখ।