মৎস্য সম্পদ আহরণে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে বঙ্গোপসাগরে মাছ ধরা। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার জেলেরা উৎসবের আমেজে শুরু করেছেন মাছ ধরা।
বঙ্গোপসাগরে মাছসহ মূল্যবান প্রাণিজ সম্পদের ভান্ডারের সুরক্ষায় গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এ নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার মধ্যরাতে। জাটকা নিধনে নিষেধাজ্ঞা আরোপের সফলতাকে অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সামুদ্রিক মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়ার মতো ক্রাস্টেশান আহরণও ছিল এই নিষেধাজ্ঞার আওতায়।
নিষেধাজ্ঞা শেষ হওয়ায় হাজার হাজার মাছ ধরার নৌকা বৃহস্পতিবার সকাল থেকে সাগরে নামা শুরু করেছে।
করোনাভাইরাসের কারণে লকডাউনে পড়ে এমনিতেই জেলেদের দুর্দিন যাচ্ছিল। দীর্ঘদিন পরে এ নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপের পর থেকে কিন্তু সুফল আসতে শুরু করেছে। বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় বর্তমানে সাগর মৎস্য ভান্ডারে পরিণত হয়েছে।
কিছু জেলে নৌকা ইতোমধ্যেই সাগরে রওনা দিয়েছেন। অন্যরা প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরতে যাওয়ার। তাদের মাছ নিয়ে ফিরতে আরো কয়েকদিন সময় লাগবে।