ওয়াসাসহ বিভিন্ন সংস্থার অসহযোগিতার ফলে নদী দূষণ বন্ধ করা যাচ্ছে না এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ঢাকা চারপাশে নদী রক্ষা প্রকল্প পরিদর্শন শেষে একথা বলেন তিনি।নদী তীর রক্ষা ও দূষণ বিষয়ে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে বৈঠক করেছি, তবে কেউ সহযোগিতা করেনি। তবে সম্প্রতি সব সংস্থার সমন্বয় বন্ধে দক্ষিণ সিটি মেয়র যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেন তিনি।
পরিদর্শনের সময় বালু নদীর তীরে গাছের চারা রোপণ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
নদী তীরের সীমানাসহ জায়গার মালিকানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সভা করবে নৌ মন্ত্রণালয়।