নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ডিবির অভিযানে গ্রেফতার ২

রফিকুল ইসলাম সুমন, নোয়াখালী:

নোয়াখালীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে, জেলার সেনবাগ, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা হতে আন্তঃজেলা  মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।  এসময় তাদের কাছ থেকে  ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ । গ্রেফতারকৃতরা হচ্ছে, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাবেদ  (২৭) ও কুমিল্লার লাকসার উপজেলার উত্তরগাঁও গ্রামের  মোবারক আলীর ছেলে দুলাল (৩০)।

শুক্রবার ২৪ জুলাই  নোয়াখালীর গোয়েন্দা পুলিশ ( ডিবির) ওসির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাদেরকে  সেনবাগ ও বেগমগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে গ্রেফতারকৃতদেরকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে, গণমাধ্যমকে জানিয়েছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ  (ডিবি)।