মুজিববর্ষে আমরা সকল দণ্ডিত ঘাতককে ফিরিয়ে আনতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

পলাতক বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত রাশেদ চৌধুরীর মতো একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খান, ইঞ্জিনিয়ার জব্বার এবং কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ঘাতক নূর চৌধুরীসহ বিভিন্ন দেশে অবস্থানকারি দণ্ডিতদের বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ কাজটি মুজিববর্ষেই সম্পন্ন করতে চাই,”- এমন সংকল্প ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার সাথে সম্প্রতি দীর্ঘক্ষণ টেলিফোনে কথা বলার সময়ে দণ্ডিতদের ফেরত দেওয়া প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এর আগে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে দণ্ডিত ঘাতক রাশেদ চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায়ের কপিসহ যাবতীয় নথি হস্তান্তর করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বঘোষিত ঘাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার আহবানের পরিপ্রেক্ষিতে মার্কিন এটর্নি জেনারেল উইলিয়াম বার এক বিশেষ নির্দেশে গত ১৭ জুন রাশেদ চৌধুরীর এসাইলামের সমস্ত নথি তলব করেছেন।