সাম্প্রতিক শিরোনাম

চামড়া রপ্তানির সুযোগ দেওয়া উচিত: জিএম কাদের

জিএম কাদের এমপি বলেছেন, বিজিবি, পুলিশ দিয়ে বর্ডারে চামড়া আটকাবেন, অন্যদিকে চামড়া পঁচে যাবে এটি সঠিক সিদ্ধান্ত নয়। স্মাগলিং বলেন আর বৈধ বলেন চামড়া বিদেশে যেতে দিতে হবে। আজ দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও কওমী শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেস তিনি।  

জিএম কাদের আলেমদের উদ্দেশে বলেন, চামড়ার মূল্য পান না সাধারণ মানুষ।

নামমাত্র মূল্যে কেনেন ফড়িয়ারা এটি অনেকটা তাদের পথ খরচের মতো। আবার সেই টাকাও ঠিকমতো পাননা ফড়িয়ারা, টাকা বাকি রাখেন ক্রেতারা, অনেক সময় সে টাকাটাও দেওয়া হয় না। কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়া উচিত।

কওমী শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী ও  বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছের নেতৃত্বে বেশ কিছু আলেম অংশ  নেন। জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার  লোটন প্রমুখ। 

ফুলেল শুভেচ্ছায় সিক্ত জিয়াউদ্দিন বাবলু: ইত্তেফাকুল মুসলিমিন-এর  নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে ফুলেল শুভেচ্ছা জানায়। তৃণমূল নেতা-কর্মীরা তুমুল শ্লোগানে অভিনন্দন জানায় নবনিযুক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। 

এ সময় হাস্যোজ্বল মহাসচিব জিয়াউদ্দিন বাবলু নেতা-কর্মীদের আগলে রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূণ পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করে তোলা হবে। জাতীয় নির্বাচনে তিনশো আসনেই যেন জাতীয় পার্টি শক্তিশালী প্রতিদ্বন্দিতা করতে পারে সেজন্য পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করা হবে। ফুলেল শুভেচ্ছার জবাব কাজের মাধ্যমেই দেয়া হবে বলে। 

আমরা এখনো ক্ষুধা, দারিদ্র ও শোষনমুক্ত সমাজ বির্নিমাণ করতে পারিনি। স্বাস্থ্য সেবায় করুণ পরিণতি পরিলক্ষিত হচ্ছে। দেশে আজ করোনা সার্টিফিকেট বিক্রি হচ্ছে। বিদেশে আমাদের দেশের করোনা সার্টিফিকেট বিশ্বাস করছেনা। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তাই পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমরা জাতীয় পার্টিকে আরো শক্তিশালী শক্তিতে পরিণত করবো।

জাতীয় পার্টি হরতাল, ভাংচুর, বোমাবাজি ও সন্ত্রাসে বিশ্বাস করেনা। তাই সকল অনিয়ম ও বিশৃংখলার বিরুদ্ধে সংসদে ও রাজপথে প্রতিবাদ করবে জাতীয় পার্টি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...