দল নিবন্ধন আইন-২০২০ নামে নতুনএকটি আইন প্রণয়নে হাত দিয়েছে নির্বাচন কমিশন।এক্ষেত্রে দলগুলোকে মতামত দিতে গত ৭ জুলাইপর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে আওয়ামী লীগসময় চাইলে সেটা ৩১ জুলাই পর্যন্ত বাড়ায় ইসি।
এ বিষয়টি নিয়ে আলোচনাহতে পারে। এছাড়া দলগুলোকে প্রতি বছর ৩১জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়েরহিসাব জমা দিতে হয়। সে বিষয়টি নিয়েও আলোচনাকরতে পারে দলটি।
নতুন দল নিবন্ধন আইনের খসড়ায় বেশকিছু শর্তকঠোর এবং কোনোটা শিথিল করার প্রস্তাব করাহয়েছে। এ নিয়েই মতামত চেয়েছে ইসি।
নির্বাচন কমিশনের সাক্ষাৎ করতে আজবুধবার নির্বাচন ভবনে যাচ্ছে আওয়ামী লীগ।বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের একটিপ্রতিনিধিদল ইসিতে আসবে।