গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বাংলাদেশের একটি সংবাদপত্রে ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রকাশিত খবর ‘ক্ষতিকর’। সেখানে হাইকমিশনারকে নিয়ে প্রকাশিত খবরও ‘সাজানো ও মন গড়া’।’
তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ‘অত্যন্ত ঘনিষ্ঠ’। এদিকে ভারতের একটি সংবাদপত্রে প্রকাশিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের একটি মন্তব্য নিয়েও ওই সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে। ভারতীয় ওই গণমাধ্যমের দাবি, অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পর্কে প্রশ্নের উত্তরে এ কে আবদুল মোমেন বলেছিলেন, ভারতের এমন কিছু করা ঠিক নয়, যাতে সম্পর্কে চিড় ধরে।
এই বিষয়ে জানতে চাইলে অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘দুই দেশই পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার প্রতি যত্নবান। দুই দেশই সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহশীল।’তিনি জানান, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি বলেছেন, সুপ্রতিবেশী কেমন হয় বাংলাদেশ তার রোল মডেল। আমরা নিশ্চিত, সম্পর্কের উন্নতিতে দুই দেশই পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার প্রতি যত্নবান।’