উত্তরাঞ্চলের ঈদযাত্রার যাত্রীদের গত কয়েকদিন ধরে তেমন ভিড় না থাকলেও বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়তি গাড়ির চাপে থেমে থেমে চলছে যানবাহন। শেষ খবর পাওয়া পর্যন্ত মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন।
পুলিশ জানিয়েছে, যানজট নিরসনে সচেষ্ট রয়েছে প্রশাসন।
এই ঈদে মহাসড়কে পশুবাহি ট্রাক ও যাত্রীবাহি বাসের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা ৮৯ মিনিট বন্ধ থাকার কারণেই এ মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে কোথাও স্থায়ী যানজট হচ্ছে না।