ঈদের দিনও ভাঙনপ্রবণ এলাকায় কাজ চলবে: পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ঈদের দিনেও ভাঙনপ্রবণ এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ অব্যাহত থাকবে। ভাঙন রোধে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নড়িয়ায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করতে এসে তিনি একথা বলেন।

পদ্মার ভাঙনে নড়িয়া উপজেলা ঘড়িসার ইউনিয়নে সুরেশ্বর দরবার শরিফ রক্ষা বাঁধের ১০০ মিটার জুড়ে ফাটল ধরে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পানির গতি বেশির হওয়ায় প্রায় ১৫ মিটায় যায়গা নদীতে ধসে পড়ে। বালু ভর্তি জিও বেগ ও কংক্রিটের ব্লক ফেলে তাৎক্ষণিকভাবে বাধ রক্ষার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার সকালে এই কাজের অগ্রগতি পরিদর্শন করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুলহক শামীম।