দেশের বিভিন্ন এলাকায় পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে ঈদের আমেজ বিরাজ করছে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে। করোনাভাইরাস পরিস্থিতিতে শহরের চিরচেনা সেই যানজট নেই। তবে বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় রয়েছে।
সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, ঈদের ছুটি শেষে অনেকেই কর্মস্থলে যোগ দিয়েছেন। এতে রাস্তাঘাটে কিছুটা যানবাহন বেড়েছে। তবে বাড়তি যানজট কোথাও নেই। কারণ অনেকেই আরও কয়েকদিন থেকে রাজধানীতে ফিরবেন।
সরকারের নির্দেশনায় ঈদুল আজহার ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। পোশাক শ্রমিকদেরও ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। ফলে গার্মেন্টস কর্মীরাও অনেকে এবার বাড়ি যেতে পারেননি।
নিষেধাজ্ঞা না মেনে পরিবার-পরিজনের সঙ্গে কোরবানির ঈদ কাটিয়েছেন অনেকেই। তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই চিরচেনা রূপে ফিরবে রাজধানী।