ঈশাত জামান মুন্না,.লালমনিরহাট: লালমনিরহাট-১ আসনের তথা (হাতীবান্ধা- পাটগ্রাম) জাতীয় পার্টির (জেপি) সাইকেল প্রতীকে সাবেক এমপি প্রার্থী আলী আজমকে (৫০) ১২৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এ সময় জুম্মন বাবু (২৩) নামে আরো এক যুবককে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিতকরে গতকাল রোববার রাতে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত এসব তথ্য জানান।
তিনি জানান, ২০০১ সালে জাতীয় পার্টির (জেপি) সাইকেল প্রতীকে লালমনিরহাট-১ আসনে(পাটগ্রাম-হাতীবান্ধা) এমপি পদপ্রার্থী ছিলেন।
পাটগ্রাম থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভার অন্তরগত জুম্মাপাড়া এলাকায় আলী আজমের নিজবাসায় অভিযান চালায় পুলিশ।এসময় ১২৫ ইয়াবা সহ তাকে গ্রেফতার করে। তিনি পাটগ্রাম উপজেলার তফিজ উদ্দিনের ছেলে।
আলী আজম বর্তমানে পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ওই উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ খোরশেদ রেজার ছোট ভাই বলে জানা গেছে। গ্রেফতার অপর যুবক জুম্মন রসুলগঞ্জ এলাকার বেলাল হোসেনের ছেলে।
পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, আলী আজম দীর্ঘদিন থেকে সীমান্ত পথে ভারতীয় গরু, ইয়াবা, ফেন্সিডিল ও মদ, কাপড় চোরাচালান এবং স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রফতানি কারক ব্যবসায়ীদের নিকট মাদক সরবরাহ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় আলী আজমের বিরুদ্ধে মাদক ব্যবসা করার সুনির্দিষ্ট অভিযোগ নিশ্চিত হওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা করে আসামীদ্বয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।