আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাকে ভর্তি করা হয়।পরিবার এবং হাসপাতালসূত্রে জানা গেছে, সকালে বুকে ব্যথা হলে তাকে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হলে তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন তিনি।
জাহাঙ্গীর কবির নানকের হার্টে দুইটি রিং পরানো হয় তারপর ওনার শারীরিক অবস্থা মোটামুটি এখন উন্নতির দিকে বলে জানান চিকিৎসকরা।
সাম্প্রতিক/জাসম















