ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধনপ্রাপ্ত ইংরেজি মাধ্যমের বিদ্যালয় আছে মাত্র ১১৫টি। গতকাল মঙ্গলবার নিবন্ধনপ্রাপ্ত ও সাময়িক নিবন্ধনপ্রাপ্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
পর্যায়ক্রমে অন্য শিক্ষা বোর্ডগুলোও নিবন্ধনপ্রাপ্ত ইংরেজি মাধ্যমের স্কুলের তালিকা প্রকাশ করবে। তবে সব মিলিয়ে সারা দেশে দেড় শতাধিক ইংরেজি মাধ্যমের স্কুলের নিবন্ধন আছে।
প্রায় দুই শ বিদ্যালয় নিবন্ধন না নিয়েই দীর্ঘদিন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এসব বিদ্যালয় সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামতো টিউশন ফি আদায় করে যাচ্ছে বলে অভিযোগ আছে।