সাম্প্রতিক শিরোনাম

বিস্ফোরণের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন বাংলাদেশের যুদ্ধ জাহাজ বিজয়ের ক্যাপ্টেন

লেবাননে বিস্ফোরণের ঘটনায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। এখন পর্যন্ত ১৩৭ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে। বিস্ফোরণের জন্য কর্তৃপক্ষের দুর্নীতি ও অবহেলাকে দায়ী করেছে স্থানীয়রা।

এদিকে, বিস্ফোরণে গুরুতর আহত এক নৌ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। হাসপাতাল ছেড়ে গেছেন আরো ১১ জন।

গেল মঙ্গলবার লেবাননের ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘ মিশনে অংশ নেয়া জাহাজটি বৈরুত বন্দরে অবস্থান করছিলো। এ ঘটনায় বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হন।

ঘটনার বর্ণনা দিয়েছেন জাহাজটির ক্যাপ্টেন।

ক্যাপ্টেন মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, ‘প্রতিদিনের মতোই আমরা আমাদের কাজ করছিলাম। হঠাৎ সামান্য ধোঁয়া দেখা যায়। কিন্তু বুঝতেই পারিনি দুই মিনিটের মধ্যে এটা এতো ভয়াবহ রূপ নেবে। হিরোসিমায় কেমন বিস্ফোরণ হয়েছিলো জানি না কিন্তু এর বিভীষিকা অনেকটা ঐ রকমই। আমাদের সবাই এখন ভালো আছে।’

বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ছাড়াও এ বিস্ফোরণে জাতিসংঘ মিশনের শতাধিক সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকও হতাহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

লণ্ডভণ্ড শহরটিতে এখনো নিখোঁজ শত শত মানুষ। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া মানুষের খোঁজে চলছে তৎপরতা। আহতদের আর্তনাদে ভারি হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ।

এদিকে, হতাহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে বুধবার রাতে অল্প সময়ের জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের লাইট বন্ধ করে দেয়া হয়। লেবাননের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এ ঘটনায় হতাহতদের প্রতি সম্মান জানিয়েছে ইসরাইলও। দেশটি লাইটিং এর মাধ্যমে লেবাননের পতাকা বানিয়ে স্মরণ করে হতাহতদের।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...