আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মীরসরাই উপজেলা শাখা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে শোক দিবসের কর্মসূচি পালনের জন্য উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে নিন্মোক্ত কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হলো।
কর্মসূচি সমূহঃ (ক) ১৫ আগস্ট সূর্য উদয় ক্ষণে উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনর্মিত করণ এবং কালো পতাকা উত্তোলন।
(খ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদন।
(গ) বাদ জোহর উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। সুবিধামত সময়ে মন্দির ও প্যাগোডা গুলোতে বিশেষ প্রার্থনা।
(ঘ) ‘মুজিব বর্ষ’ উপলক্ষে চলমান বৃক্ষ রোপণ কর্মসূচির কার্যক্রম পরিচালনা।..প্রেস বিজ্ঞপ্তি