সিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানালো র‌্যাব

মেজর(অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদ খান মৃত্যুর ঘটনার অন্যতম সাক্ষী হিসেবে সিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব। বিষয়টি জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।

আজ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এর আগে মাদক ও হত্যা মামলায় জামিন পেয়েছেন কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সহযোগী সিফাত।

টেকনাফ থানায় সিফাতের বিরুদ্ধে করা হত্যা মামলায় জামিন শুনানি চলছে বলে নিশ্চিত করেছেন সিফাতের আইনজীবী মাহাবুবুল আলম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।