সাম্প্রতিক শিরোনাম

সুবর্ণচরে বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার যোবায়ের বাজারের ফজলুলহক মিয়ার বাড়িতে পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা ও লুটপাট করে সন্ত্রাসীরা।এ ঘটনার  প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলা মিলনায়তনে উক্ত মানববন্ধনে বক্তারা জানান, বাশারমাঝি, বোরহান সিকদার, সালেহা সিকদার এর গঠিত বাহিনীর সদস্য কামরুল ইসলাম বাবু (২২),কূখ্যাত ডাকাত বাশার মাঝির ছেলে সোহাগ(২৩),নুরুলহুদা ওরফে হুদুসারেং এর ছেলে জুয়েল(৩৩),দেলোয়ার (৩০), আকবর হোসেন( ২৬) জিটু (২২), আকাশ(২০), নিজাম ডাকাত,(৪০),মফিজ দরবেশের দিদারুল আলম টিনু(৬০) এরা এই হামলা চালায়। স্থানীয়রা এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ও দোষীদের দ্রুত গ্রেফতার এর দাবি জানান।

এসময় ফজলুল হকের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশগ্রহণকরেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও মহিলাদের শ্লীলতাহানির বিচারের দাবী করেন।

এছাড়া হামলায় আহত ফজলুল হকের ছেলে খালিদ হাসান মামুন জানান, আমি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলে তারা আমাকে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, রড, হকস্টিক দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। খবর পেয়ে তার বড় ভাই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকে ও ধাওয়া করে মারতে থাকে। একপর্যায়ে দেলোয়ার হোসেন নিজেকে রক্ষা করার জন্য আহত হয়ে বাড়িতে চলে আসলে সন্ত্রাসীরা ৮/৯ জন মিলে বাড়ির ভিতর প্রবেশ করে দেলোয়ার হোসেনকে মাথায় ধারালো অস্ত্র রামদা এবং হকস্টিক দিয়ে মারতে থাকে।

এতে দেলোয়ার হোসেন অজ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। অত:পর ছোট ভাই যোবায়ের হোসেন বাড়িতে আসলে তাকেও নির্মম ভাবে রড দিয়ে মাথায় আঘাত করে । এতে যোবায়ের ও গুরুতর আহত হয় । এরপর আমি অচেতন হয়ে রাস্তায় পড়ে থাকি।

অপরদিকে স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে এবং করোনা ভাইরাস ও লকডাউন চলাকালীন অবস্থায় সাংবাদিক ও পুলিশকে বিভিন্ন তথ্য দেওয়া সন্দেহে ফজলুলহক মিয়ার বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা চালায়। এলাকাবাসী খবর পেয়ে ফজলুল হক মিয়া বাড়িতে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করেন।

ব্যবসায়ী ফজলুল হক বলেন, আমার বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট চালায় এতে আমার ছেলে মেয়ে আহত হন। আমার বাড়িতে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা , মেয়েও ছেলের বউয়ের গলায় থাকা গয়না নিয়ে যায়। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান হক ট্রেডাস থেকে প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত বুধবার দুপুরের দিকে স্থানীয় বাশারমাঝি, বোরহান সিকদার ও সালেহা সিকদার বাহিনীর সন্ত্রাসীরা ফজলুলহকের ব্যবসা প্রতিষ্ঠানে ও হামলা লুটপাট চালায়। এসময় সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানে থেকে নগদ অর্থ ও বাড়ির মহিলাদের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা ও লুটপাট করে সন্ত্রাসীরা। হামলায় এক বছরের শিশু,নারীসহ ছয়জন আহত হয়েছে।

অন্যদিকে বাশারমাঝি, বোরহান সিকদার ও সালেহা সিকদার বাহিনীর সদস্যদের মুঠোফোনে চেষ্টা করে ও কাউকে পাওয়া যায়নি। চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দীন বলেন, অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...