আজ ১০ জানুয়ারি ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ক্ষণ গণনার (কাউন্টডাউন) শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
আজ শুক্রবার বিকালে ৫ঃ০০ ত্উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ক্ষণগণনা ঘড়ির সুইচ টিপে তিনি ক্ষণগণনার শুভ উদ্বোধন করেন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব ফিরোজ কবির আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন সুতি থানার ওসি বাহাউদ্দিন ফারুকী সহ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।















