মহামারীকালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জাহিদ মালেক শনিবার এক সভায় বলেছিলেন, “ভ্যাকসিনের প্রয়োজন হবে কি না জানি না। কোভিড-১৯ এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে।” এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ওই বক্তব্য নিয়ে বিশেষজ্ঞদের সমালোচনার মধ্যে রোববার এক আলোচনা অনুষ্ঠানে এই প্রসঙ্গ টানেন বিএনপি নেতা রিজভী।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী উদ্ভট এক লোক। স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য পড়ে এক ভদ্র আমাকে বললেন যে, কোনো পাগলের তেল-টেল থাকলে একটু স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া দরকার। যাতে তার এই আবোল-তাবোল বলার যে পাগলামিটা এটা যেন কমে। তাই আমিও তার জন্য পাগলের তেল খুঁজছি। যে কোনো জায়গা থেকে পাগলের তেল তার কাছে পাঠিয়ে দিলে সবচেয়ে ভালো হয় এবং দেশের মানুষ উপকৃত হয়।
রিজভী জানান, গ্রামে-গঞ্জে তৃণমূলে করোনার ব্যাপ্তি এত তীব্র হয়েছে যেটি চিন্তা করা যায় না। আমি কয়েকদিন আগে উত্তরবঙ্গে কয়েকটি জেলা সফর করে এসছি। আগে যেগুলো মহকুমা ছিল, নতুন জেলা হয়েছে, সেখানে কোনো চিকিৎসা নেই। আমার দেশের বাড়ি কুড়িগ্রাম। সেখান থেকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের। যে ব্যক্তিটি চিকিৎসার রংপুর গেছেন তিনি একজন নামকরা আইনজীবী, দেশের প্রথম নারী পিপি ছিলেন।
প্রথমে বলা হয়েছে তার হার্টে সমস্যা হয়েছে। পরে বিকালে নিয়ে যাওয়ার পর মারা গেছেন। টেস্ট করে দেখা গেলো তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এই বিভীষিকা সর্বত্র। প্রতিদিন ব্রিফিং করে বললেও তো মানুষ কিছু জানতে পারছে। এটাতে সরকার মনে করছে, তারা বিব্রত হচ্ছেন।