বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে সকাল সাড়ে ১১ টায় শুরু হয় গণ শুনানি। থেমে থেমে হওয়া বৃষ্টি উপেক্ষা করে গণশুনানির ভেন্যু শরণার্থী শিবিরের ইনচার্জের কার্যালয়ে হুমড়ি খেয়ে পড়েন গ্রামবাসী। ১১ জন সাক্ষী দিতে আসলেও বিশ্বাস না হওয়ায় ২ জনের সাক্ষী নেয়নি তদন্ত কমিটি। প্রায় ৭ ঘণ্টা শুনানির পর বলা হয় আগামী ২৩ আগস্টের মধ্যেই সিনহা হত্যাকাণ্ডের প্রতিবেদন দেয়া হবে।
শামলাপুরে গণ শুনানি শেষে একথা বলেছেন কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সুপারিশ দেবে বলেও জানান তিনি।
শামলাপুরে গণ শুনানি শেষে তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমরা আমাদের তদন্তের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি।
২৩ আগস্টের মধ্যে প্রতিবেদন তৈরি করে জমা দিতে পারবো আশা করি।’ এই তদন্ত প্রতিবেদন হত্যামামলার তদন্তে কাজে আসবে কিনা এমন প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে।