আপডেট আসা শুরু করলেও ঠিক এই মুহূর্তে ফেসবুক ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে চ্যাটিং করতে পারছেন না। কবে নাগাদ এভাবে চ্যাট করা যাবে, সেটি এখনো স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। ফেইসবুক তাদের মালিকানাধীন আরেক অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গেও মেসেঞ্জার মার্জ করার কথা আগে জানিয়ে রেখেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অনেক আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপে নোটিফিকেশন পান। সেখানে লেখা ছিল, ইনস্টাগ্রামে বার্তা পাঠানোর নতুন উপায় এসেছে।
সেখানে অনেক নতুন ইমোজি দেখা যায়। সঙ্গে লেখা, ‘ফেসবুক ব্যবহারকারী বন্ধুদের সঙ্গে চ্যাট করুন।’ আপডেটে টাচ করার পর ইনস্টাগ্রামের উপরের ডান কোনার ডিএম আইকন ফেসবুক মেসেঞ্জার লোগোতে প্রতিস্থাপন হয়।