সাম্প্রতিক শিরোনাম

বিচারবহির্ভূত হত্যাকান্ড বহাল থাকায় দেশবাসী কেবল উদ্বিগ্নই নয়, হতাশও বটে: মেনন

সাম্প্রতিক সময়ের বিচারবহির্ভূত হত্যাকান্ড সেই ধারাবাহিকতাই চলছে। বিচারবহির্ভূত হত্যাকান্ড কেবল ব্যক্তির মৌলিক অধিকারকেই লংঘন করে না, রাষ্ট্র ও সমাজকেও বিপদের মুখে ঠেলে দেয় বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ১৪ দলের অন্যতম শরিক নেতা রাশেদ খান মেনন।

মঙ্গলবার দলীয় কার্যালয়ে সন্ত্রাস বিরোধী দিবস ২৮তম বাষির্কী উপলক্ষে ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় মেনন বলেন, বিএনপি’র দু:শাসনের বিরুদ্ধে ১৪ দল যে লড়াই করেছিল তার অন্যতম দাবী ছিল বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করা।

সন্ত্রাস ও মাদক নির্মূলের নামে ঐ একই বিচারবহির্ভূত হত্যাকান্ড বহাল থাকায় দেশবাসী কেবল উদ্বিগ্নই নয়, হতাশও বটে।

মেজর (অব:) রাশেদ মো: খান সিন্হা হত্যাকা-কের ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এক তরুন প্রতিশ্রুতিশীল নারী শিপ্রা দেবনাথ কে নিয়ে নানামুখী অপপ্রচার চলছে। এটা আমাদের পুরুষতান্ত্রিক ও আমলাতান্ত্রিক সমাজে শিকার হয়েছেন শিপ্রা দেবনাথ। এ অপপ্রচার বন্ধ করার জন্য তিনি নারী সমাজকে সোচ্চার হয়ার আহ্বান জানান।

টেকনাফ অঞ্চলে বিচারবহির্ভূত হত্যাকান্ডের যেসব তথ্য প্রকাশিত হচ্ছে তা থেকে সাধারণ মানুষের মনে একই প্রশ্ন সৃষ্টি হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ফলে সন্ত্রাস বা মাদক কোনটই নির্মূল হয় নাই বরং বেড়েই চলেছে।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে যেমন আইনী ব্যবস্থা প্রয়োজন তার চেয়ে বড় প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রতিরোধ। রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের মধ্যে সেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

১৯৯২ সালের ১৭ আগস্ট রাশেদ খান মেনন এমপি’র হত্যাচেষ্টা চালানো হয়। এবছর দিবসটি পালন উপলক্ষে ওয়ার্কার্স পার্টি দেশব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করে। ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনলাইন ভিডিও কলে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল খালেক, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, ঢাকা মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম ফজলু, সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...