গত ২৪ ঘণ্টায় সুস্থদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকা বিভাগে ২ হাজার ২৩৪ জন এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ৬০ জন সুস্থ হয়েছেন। এছাড়াও অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৪০, রংপুরে ২৪৮, খুলনায় ১৯৬, বরিশালে ১০৯, রাজশাহীতে ৪১০ এবং সিলেটে ২০০ জন সুস্থ হয়েছেন।
নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২০০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৪০ জন।
করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৪৪০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৪৪৯ জনে।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৮৬৫ জন।