৮০ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার গত ২৪ ঘণ্টায়। এ সময় শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ।এর আগে গত ৩০ মে শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৬৬ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কিছুটা বাড়লেও শনাক্তের সংখ্যা এবং মৃত্যু কমেছে।গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪১ জন।
দেশে ২ লাখ ৮৫ হাজার ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৭৮১ জন।২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৯১৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।
মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৩ হাজার ২০০ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৪৬ জন।
দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৭৮টি নমুনা।
আগের দিন ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭টি নমুনা।
৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।