বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত মালেকা বেগমের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় প্রেরণ করা প্রয়োজন।

পরিবারের সদস্যরা জানান, এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার আর্থিক সামর্থ্য তাদের নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

বুধবার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার হাসপাতালে বীরমাতা মালেকা বেগমকে দেখতে ভোলা সদর হাসপাতালে যান এবং এই বীরমাতার চিকিৎসার খোঁজ-খবর নেন।

দ্রুত তাকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। 

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের সরকারিভাবে দেয়া বাড়িতে বড় ছেলে ও নাতিদের সঙ্গে থাকেন মালেকা বেগম।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার হঠাৎ করে মালেকা বেগমের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়।