দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ছাএলীগ সভাপতি গ্রেপ্তার

সিআইডি করা দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় নিশান মাহামুদ শামীমকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।

শামীম ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে আছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশের একটি দল।

পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় শামীমের নাম আসায় তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।

তার বিরুদ্ধে ফরিদপুরে চাঁদাবাজি ও হামলার মামলা রয়েছে। সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুরে নিয়ে আসা হবে।

রুবেল-বরকতের স্বীকারোক্তি অনুযায়ী ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আগে এ মামলায় গ্রেপ্তার হন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বেল্লাল হোসেন।