সম্প্রতি লেবাননের একটি গোডাউনে ক্যামিক্যালে বিস্ফোরণে ব্যাপক ক্ষয় ক্ষতি হয় অনেক সাধারণ মানুষ মারা যায় এমনকি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয়েরও ক্ষতি হয়।বাংলাদেশ নৌবাহিনীর অনেক সদস্য আহত হয়।
বাংলাদেশ হতে লেবানকে উপহার পাঠানো হয় বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান C-130J মাধ্যমে।বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান লেবাননে যাওয়ার জন্য কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করছে আন্তর্জাতিক রুট ছাড়াও কিন্তু বাংলাদেশ ইজরাইলের আকাশ ব্যবহার না করে ঘুরে গিয়ে লেবাননে পৌছায়।
বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান চাইলে ইজরাইলের আকাশ সীমা ব্যবহার করার অনুমতি পেতো বা চাইতে পারতো তা না করে ঘুরে গিয়ে ইজরাইলের প্রতি বাংলাদেশের যে অনীহা তার একটি বহিঃপ্রকাশ করেছে।