অক্সিটেক বায়োটেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান তাদের ল্যাবে সৃষ্ট কয়েক কোটি মশা উন্মুক্ত করবে। সংখ্যাটি ৭৫ কোটি বলে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ‘জেনেটিক্যালি মোডিফায়েড’ এই মশাগুলো ক্ষতিকারক নয় বলে জানায় কর্তৃপক্ষ।
তবে এই পরিকল্পনার বিরোধিতা করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো।
এগুলা সবই ছাড়া হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যো জানায় কর্তৃপক্ষ। ডেঙ্গু ও জিকার মতো প্রাণঘাতী রোগ বহন করা মশার সংখ্যা কমাতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। জিন পরিবর্তন করা এসব পুরুষ মশা রক্তের জন্য মানুষকে কামড়ানো ক্ষতিকর স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে। জন্ম নেবে নতুন মশা। এতে কমবে ক্ষতিকারক মশা। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়েই মশাবাহিত রোগের বিস্তার ঠেকানো যাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ পদক্ষেপের ফলাফল ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা অনেকের।